• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

এক কোটি ৬০ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১  

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ৪০০ গ্রাম সাপের বিষসহ রফিকুল ইসলাম বাবলু (৪০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকালে উপজেলার শিবপুর বাজার এলাকায় থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মামলা করেছে বিজিবি।

আটক রফিকুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের হামলা কুড়িগ্রামের ইমার উদ্দিনের ছেলে। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি শিবপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আহসান বলেন, উপজেলার শিবপুর বাজার এলাকা দিয়ে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় বিজিবি। এসময় রফিকুল ইসলাম একটি মোটরসাইকেলযোগে ভারতে যাওয়ার পথে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাপের বিষ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফুল্লাহ আবেদ বলেন, সকালে সাপের বিষ ভর্তি একটি বোতলসহ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –