• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

নাগেশ্বরীতে বাণিজ্যিকভাবে সবজির চারা উৎপাাদন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১  

নাগেশ্বরীতে বাণিজ্যিকভাবে সবজির চারা উত্পাদন করছেন ছালাম মিয়া। মাত্র দেড় টাকায় বিক্রি হচ্ছে তার উত্পাদিত বেগুন, টম্যাটো, লাউ, করলা, বাঁধাকপি, ফুলকপি, ঝিঙা, চিচিঙ্গা, কুমড়ো, পেঁপে, মরিচ, ক্যাপসিকামসহ বিভিন্ন ধরনের সবজির এক একটি চারা।

সরেজমিন দেখা গেছে, বল্লভের খাষ ইউনিয়নে ছালাম মিয়া ৪০ শতক জমিতে তৈরি করেছেন চারা উত্পাদন শেড।

নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, মাটির পরিবর্তে নারিকেলের ছোবরার গুঁড়া ব্যবহার করে চারা উত্পাদন পদ্ধতি এখন জনপ্রিয়। এই পদ্ধতিতে চারা পুষ্ট এবং টেকসই হয়। উপজেলায় বাণিজ্যিকভাবে সবজির চারা উত্পাদন এটাই প্রথম।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –