• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২৪  

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় একরামুল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরের দিকে উপজেলা ভোটমারী ইউনিয়নে শ্রুতিধর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত একরামুল হক উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাস্তার পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বয়োবৃদ্ধ একরামুল হককে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –