• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৯ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

পাটের জাত নিয়ে গবেষণা প্রয়োজন: বাণিজ্য প্রতিমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২৪  

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু বলেছেন, ধানের জাত নিয়ে গবেষণা হয়েছে। এতে বিভিন্ন জাত উদ্ভাবন হয়েছে। তেমনি পাটের জাত নিয়েও গবেষণা প্রয়োজন।

সোমবার দুপুরে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের সঙ্গে মতবিনিময় সভায় এ বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পাট নিয়ে স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রীও পাটজাত পণ্যের ব্যবহার নিয়ে ঘোষণা দিয়েছেন। অর্থনৈতিকভাবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের গুরুত্ব আছে।

পাট রফতানি ও পাটজাত পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে আহসানুল হক টিটু বলেন, পাটের উপর আমরা নিদিষ্ট কিছু নীতিমালা দেব, যেন পাটজাত পণ্য বা কাচা পাট রফতানিতে কোনো বাধা না থাকে। এছাড়া সড়ক পথে নয়, নৌ পথে পাট রফতানির বিষয়েও দেখা হবে, যেন দেশে বৈদেশিক মুদ্রা আসে এবং ভ্যাট ট্যাক্স আদায় হয়।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বিজেএমএ’র সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন পাটকলের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –