• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

শান্তর মান-ইজ্জত বাঁচালেন উগান্ডার অধিনায়ক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মে ২০২৪  

আগামী জুনে পর্দা উঠবে টি-২০ বিশ্বকাপের নবম আসরের। ১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে ২০ দল। যেখানে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অংশ নিবে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাও। বিশ্বকপে তারা সুযোগ পাওয়াতে বড় লজ্জা থেকে কোনোভাবে রক্ষা পেল বাংলাদেশ। বিশেষ করে, উগান্ডার অধিনায়ক যেন মান বাঁচিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। 

এবারের টি-২০ বিশ্বকাপে অংশ নিতে চলা ২০ দলের অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে কম স্ট্রাইক রেটের তালিকায় ১৯ নম্বরে আছেন শান্ত। টি-২০তে টাইগার অধিনায়কের স্ট্রাইক রেট ১১১.০৬। তার নিচে আছেন শুধু উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। তার স্ট্রাইক রেট ১০৭.৯৪।

মাসাবা না থাকলে হয়তো তালিকার সবার তলানীতে থাকতে হতো শান্তকে0। সেদিক থেকে বলা যায়, উগান্ডার অধিনায়ক বড় লজ্জা থেকেই বাঁচিয়েছে বাংলাদেশের অধিনায়ককে। যদিও উগান্ডার অধিনায়ক মাসাবা মূলত একজন বোলার, যার কারণে ব্যাট হাতে খুব বেশি পারদর্শীও নন তিনি। 

২০ দলের অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে বেশি স্ট্রাইকরেট দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের (১৫০.৬৭)। তালিকার দুইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল (১৪৪.৮১)। ১৪৪.৬১ স্ট্রাইকরেট নিয়ে তালিকার তিনে ইংল্যান্ডের জস বাটলার।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –