• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে টমেটোর বাম্পার ফলন 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১  

দিনাজপুর জেলায় এবারেও টম্যাটোর ভালো ফলন হয়েছে। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। এবারে টমেটোর চাষ করতে গিয়ে কোন রকম প্রতিকুলতার স্বীকার হতে হয়নি। তাছাড়া, সরকারি কর্মকর্তাগণ সার্বক্ষণিক প্রয়োজনীয় পরামর্শ দেয়ায় কৃষকরা মোটামোটিরকম ফসল লাভ করতে সক্ষম হয়েছে। 

সরেজমিনে জানা যায়, দিনাজপুর জেলার সদর, ফুলবাড়ী, চিরিরবন্দর, বিরল, কাহারোল ও বোচাগঞ্জসহ বিভিন্ন উপজেলায় উন্নতজাতের বিপুল ও রানিসহ কয়েকটি জাতের টম্যাটোর চাষ হয়। জানুয়ারির শেষে এই টম্যাটো আবাদের পর খেত থেকে তোলা হয় মার্চ মাসের শেষের দিকে। তাই বাজারে টম্যাটোর এখন ভরা মৌসুম। প্রতি মৌসুমে দিনাজপুর জেলার কাউগাঁ, গাবুড়া ও পাঁচবাড়ী বাজার থেকে কয়েক কোটি টাকার টম্যাটো বেচাকেনা হয়। এসব টম্যাটো যায় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়।

দিনাজপুর সদরের শেখপুরার রাজারামপুরের গাবুড়া টম্যাটো বাজার ইজারাদার মমিনুল ইসলাম বলেন, প্রতিদিন এখান থেকে ৫০০-৬০০ টন টম্যাটো ৫০-৬০টি ট্রাকে বিভিন্ন স্থানে পাঠানো হয়। টম্যাটো নষ্টের এবং লোকসানের হাত থেকে কৃষককে বাঁচাতে এই এলাকায় টম্যাটো সংরক্ষণে কোল্ড স্টোরেজ করতে সরকারসহ বিনিয়োগকারীরা এগিয়ে এলে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি বেকার যুবকদের কর্মসংস্থানও ঘটবে। এতে অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতাও বাড়াবে নিঃসন্দেহে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষি কর্মকর্তা তৌহিদুল ইকবাল জানান, এবার জেলায় ১ হাজার ৯০০ হেক্টর জমিতে টম্যাটোর চাষ হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –