• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

২০২১ সালে অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০  

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির বিশ্বের প্রায় সব ক্রীড়াযজ্ঞ। স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের আয়োজক দেশগুলো পড়ছে বিরাট ক্ষতির মুখে। সেই আবহেই করোনার প্রভাবে চলতি বছরের অলিম্পিক আয়োজন থমকে গেছে। পিছিয়ে দেয়া হয়েছে একবছর। তাতেও কাটেনি সংশয়। অনেকেই আশঙ্কা করছেন পরিবর্তিত সূচীতে আদৌ হবে কিনা অলিম্পিক আয়োজন। তবে এবার এমন আশঙ্কা উড়িয়ে দিলেন টোকিও গভর্নর ইউরিকো কইকে।

তিনি জানান, ‘আগামী বছর যে কোনোভাবেই এই আয়োজন সফলভাবে শেষ করতে চাই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে বর্তমান কঠিন পরিস্থিতি জয় করতে চাই।’ যদিও অধিকাংশর মনে প্রশ্ন রয়েছে আয়োজন নিয়ে। তবে বিষয়টি মানতে নারাজ টোকিও গভর্নর।

করোনায় এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে জাপানে। এছাড়া করোনায় মৃতের সংখ্যা ৯’শ ছাড়িয়ে গেছে।

২০২১ সালের ২৩ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে ৩২তম অলিম্পিক আয়োজনের। যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। যেখানে ৫০টি ডিসিপ্লিনে অংশ নেবে ১১ হাজারেও বেশি অ্যাথলিট।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –