• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভবিষ্যতে থাকবে না যেসব চাকরি...

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ্যতে যন্ত্র স্থান করে নেবে মানুষের জায়গা। আর এ কারণে পৃথিবী থেকে বেশ কিছু চাকরি বিলুপ্ত হয়ে যাবে।

পোস্টম্যান যন্ত্রের কারণে এখন আর কেউ চিঠি পাঠায় না। সবাই মোবাইলে এর কাজ চালান। লেখার চল প্রায় উঠে গেছে। সারা বিশ্ব এখন সংযুক্ত ডিজিটাল মাধ্যমে।

লাইব্রেরিয়ান:

 

1.ভবিষ্যতে থাকবে না যেসব চাকরি...

 

 

পাঠাগারে গিয়ে বইপড়ার অভ্যাস কমে আসছে। বলছে ২০১৬ সালে নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্ট। সেখানে বলা হচ্ছে, বইয়ের তালিকা বেছে নেয়ার দিকটিও ম্যানুয়ালি করে দেবে যন্ত্র।

ম্যানুফ্যাকচারার:

 

2.ভবিষ্যতে থাকবে না যেসব চাকরি...

 

 

মানুষের জায়গা নিচ্ছে অটোমেশন। শ্রমিককে পারিশ্রমিক দিতে হয়। যন্ত্রকে দিতে হয় না। কারখানায় কাজের জন্য রোবটকেও কাজে লাগানো হচ্ছে। ভবিষ্যতে যা আরও বাড়বে।

বিমানচালক:

 

3.ভবিষ্যতে থাকবে না যেসব চাকরি...

 

 

অটোমেশনের দৌলতে বিমানচালক বা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাজও যন্ত্র বা যন্ত্রমানবই সামাল দেবে, জানাচ্ছে নিউইয়র্ক পোস্টের রিপোর্ট।

সার্ভেয়ার ও ম্যাপিং টেকনিশিয়ান:

 

4.ভবিষ্যতে থাকবে না যেসব চাকরি...

 

 

সার্ভেয়ার ও ম্যাপিং টেকনিশিয়ান কাজ করবে রোবটিক ও অন্যান্য যন্ত্র। বেশিরভাগ ক্ষেত্রে ড্রোনও ব্যবহার করা হচ্ছে, মানচিত্র তৈরির জন্য।

গাড়িচালক:

 

5.ভবিষ্যতে থাকবে না যেসব চাকরি...

 

 

অটোমেটেড গাড়ি বাজারে এলে শুধু আমেরিকাতেই প্রায় ৫০ লাখ গাড়িচালক চাকরি হারাতে পারেন। একই কথা প্রযোজ্য বাস ও ট্রাকচালকদের ক্ষেত্রেও, বলছে লসঅ্যাঞ্জেলেস টাইমস।

রেফারি:

 

6.ভবিষ্যতে থাকবে না যেসব চাকরি...

 

 

একটি বেসরকারি আন্তর্জাতিক চ্যানেলের সমীক্ষা বলছে- ২০৩০ সালের মধ্যে রেফারিং সিস্টেম পুরোটাই কম্পিউটারচালিত হয়ে যাবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –