• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে মানবাধিকার সুরক্ষাকারীদের ৩ দিনের প্রশিক্ষণ শুরু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০  

নীলফামারীতে ‘নারী-বালিকার অধিকার ও আন্তর্জাতিক আইন’ বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা শহরের নটখানায় ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন মিলনায়তনের ওই প্রশিক্ষণ শুরু হয়। 

ইউরোপিয়ান ইউনিয়নের সহযোহিতায় নিউজ নেটওয়ার্ক এবং উদায়ঙ্কুর সেবা সংস্থার আয়োজনে সকাল ১১টার দিকে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।

এসময় জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি সারোয়ার মানিকের সভাপতিত্বে বক্তৃতা দেন উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, রংপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সদরুল আলম দুলু, নিউজ নেটওয়ার্কের মাঠ সমন্বয়কারী মাসুমা ইউসুব, মনিটরিং এবং মূল্যায়ন কর্মকর্তা শ্যামল রায়। 

প্রসঙ্গত, গণমাধ্যম কর্মী, সুধি সমাজের প্রতিনিধি, নারী নেত্রী ও ধর্মীয় নেতাসহ ২৫ জন করে চারটি ব্যাচে ১০০ জনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রথম ব্যাচে শুরু হওয়া প্রশিক্ষণটি সমাপ্ত হবে আগামী শনিবার (৮ আগষ্ট)। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –