• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

এক দশক পর ফাওয়াদের সেঞ্চুরি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০  

এক দশক পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। তার শতকের সুবাদে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের দিকে এগোচ্ছে পাকিস্তান।

প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ২৩৯ রান। জয়ের জন্য আর দরকার ১৩৪ রান, হাতে আছে ৬ উইকেটে। ফাওয়াদ আলম ব্যাট করছেন ১০১ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান (৬০)। 

টেস্ট ক্রিকেটে ফাওয়াদ আলম এর আগে সেঞ্চুরি করেছিলেন ২০০৯ সালে, নিজের অভিষেক ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন ১৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি।

চলতি টেস্টে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৩৯ রান করে অলআউট হয়। আর প্রথম ইনিংসে ৪৩১ রান করা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮০ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে পাকিস্তানের জন্য জয়ের লক্ষ্য দাাঁড়ায় ৩৭৩ রান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –