• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪, তাসকিনকে নিয়ে বড় দুঃসংবাদ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময় ইনজুরিতে ভুগছিলেন তাসকিন আহমেদ। বিপিএল শুরুর আগ পর্যন্ত দুর্দান্ত ছন্দে থাকা এই টাইগার পেসার ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। বিপিএল দিয়ে মাঠে ফিরলেও রংপুর-ঢাকা ম্যাচে ফের ইনজুরিতে পড়েন তিনি।

ম্যাচটিতে পুরো চার ওভারও বল করেননি তাসকিন। শনিবার (২৭ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার সময় ব্যাক ইনজুরিতে পড়েন এ পেসার। ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার আরেক পেসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

শরিফুল বলেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যাথা) লেগে আসছিল। যার কারণে পুরো বোলিং করেননি এবং ব্যাটিংয়ে নামেননি। আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। আশা করছি, পরের ম্যাচের আগে উনি ফিট হয়ে যাবেন।’

এর আগে রংপুর রাইডার্সের রানের পাহাড়ে পিষ্ট হয় দুর্দান্ত ঢাকা। পাহাড়সম টার্গেটে ব্যাটিংয়ে নেমে রংপুরের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকার ব্যাটাররা। শেষ উইকেটে তাসকিন ব্যাটিংয়ে না নামায় ৯ উইকেটে থামে দুর্দান্ত ঢাকার ইনিংস। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে বাবর আজমের ৬২ ও ওমরজাইয়ের ১৫ বলে ৩২ রানের টর্নেডো ইনিংসে ১৮৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রংপুর। জবাবে ২১ বল বাকি থাকতে ১০৪ রানে অলআউট হয় ঢাকা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –