• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

৪.৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

হিমালয়ের কোলঘেঁষা জনপদ পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় রোববার সকাল ৬টার দিকে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, তেঁতুলিয়ায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র শৈত্যপ্রবাহ চলছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আরিফ হোসেন বলেন, শনিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ১২টার পর থেকে ভোর ৬টার মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ হিসাবে একটু পরিবর্তন আসতে পারে।

কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। এতে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –