• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাতীবান্ধায় পাটক্ষেতে পড়ে ছিল নারী, পানি পানের পরক্ষণেই নিথর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২৩  

 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বিকেলে উপজেলার সিংগীমারী বিজিবি ক্যাম্প এলাকার পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বুধবার বিকেলে উপজেলার সিংগীমারী বিজিবি ক্যাম্প এলাকার একটি পাটক্ষেতের পাশে ছাগল খুঁজতে যায় এক নারী। পরে অজ্ঞত ঐ নারীকে পাটক্ষেতে পড়ে থাকতে দেখেন। তখন মুমূর্ষু অবস্থায় ঐ নারী পানি পান করতে চাইলে পানি পান করার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ও থানায় খবর দিলে হাতীবান্ধা পুলিশ পাটক্ষেত থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী জানিয়েছেন ঐ নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২-৩ দিন থেকে এ এলাকায় ঘোরাঘুরি করতেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ঐ নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –