• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

আদিতমারীতে ফেনসিডিলসহ আটক সাবেক ইউপি মেম্বার   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মে ২০২৩  

লালমনিরহাটের আদিতমারীতে সাত বোতল ফেনসিডিলসহ নিজ বাড়ি থেকে এমদাদুল হক মিন্টু নামের সাবেক এক ইউপি মেম্বারকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ মে) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এমদাদুল হক মিন্টু সারপুরকুর ইউনিয়নের খারুভাজ এলাকার মৃত গোলাম রব্বানির ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ইউপি মেম্বার এমদাদুল হক মিন্টুর বাড়িতে অভিযান চালায় আদিতমারী থানাপুলিশ। এসময় সাত বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এসময় আনোয়ারা বেগম নামের এক নারী পালিয়ে যান।

ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় আদিতমারী থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় মিন্টুকে গ্রেফতার দেখানো হয়েছে। পলাতক নারীকে গ্রেফতারে অভিযান চলছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –