• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

অন্যের হয়ে নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে যুবক আটক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২  

অন্যের হয়ে নিয়োগ পরীক্ষা দেওয়ার সময় মিজানুর রহমান মিজান (১৯) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে বিজিবির লালমনিরহাটের তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরীয়ার হাসান এ তথ্য নিশ্চিত করেন। পরে তাকে হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়।

মিজানুর রহমান মিজান ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুর্না গ্রামের খলিফার রহমানের ছেলে।

বিজিবি সূত্র জানায়, বুধবার বিজিবির সৈনিক পদে নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষায় সরোয়ার মণ্ডল নামের একজনের হয়ে লিখিত পরীক্ষা অংশ নেন মিজানুর রহমান মিজান। টের পেরে ভুয়া পরীক্ষার্থী মিজানুর রহমানকে আটক করে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান ৫০ হাজার টাকা চুক্তিতে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। তার সঙ্গে জড়িত দালাল চক্রের তথ্যও বিজিবিকে দেন মিজানু। পরে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হবে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –