• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০  

লালমনিরহাটে হাসপাতালে এক স্বজনকে দেখতে গিয়ে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চৌধুরীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ভোটমারী ইউপির শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম ও তার তিন বছরের ছেলে সাজেদুল ইসলাম।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক স্বজনকে দেখতে সকালে নিজেদের অটোরিকশায় রওনা দেন বদিউজ্জামান, মঞ্জিলা বেগম এবং তাদের সন্তান সাজেদুল ও আরো চার যাত্রী। অটোরিকশাটি চৌধুরীর মোড় এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি বাসচাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা মঞ্জিলা। পরে স্থানীয়রা বাবা-ছেলেসহ আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাজেদুলকে মৃত ঘোষণা করেন।  

এদিকে আহত চারজনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –