• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুন ২০২২  

আগামী সপ্তাহে তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।  দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান নিজেই এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ক্রাউন প্রিন্সের তুরস্ক সফরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। এরদোগান বলেছেন, মোহাম্মদ বিন সালমান আগামী সপ্তাহে (বুধবার, ২২ জুন) আঙ্কারা সফর করবেন।
 
সৌদি যুবরাজের সফরটি এমন সময় হতে যাচ্ছে, যখন সৌদি আরব-তুরস্ক সম্পর্ক অনেকটা তিক্ততার মধ্য দিয়ে যাচ্ছে। যা গত কয়েক বছর ধরে দুই দেশকে একে অপরের প্রতিপক্ষ করে তুলেছে।

সালমানের আঙ্কারা সফর দুই দেশের মধ্যকার বৈরি সম্পর্কের অবসান ঘটাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ২০১৮ সালের ২ অক্টোবরে ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ওই ঘটনার পর তুরস্কে সৌদির রাজবংশীয় কোনো সদস্যের প্রথম কোনো সফর হতে যাচ্ছে।

শুক্রবার এ সফরের ঘোষণা দেওয়ার পাশাপাশি এরদোয়ান বলেন, আমরা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানাব। তার এ সফরের কল্যাণে তুরস্ক-সৌদি আরবের মধ্যকার সম্পর্ককে আমরা কতটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারব তা মূল্যায়ন করার সুযোগ পাওয়া যাবে।

এর আগে সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুর্কি রাষ্ট্রটির এক কর্মকর্তা জানান, সৌদির ডি ফ্যাক্টো শাসকের ভ্রমণের ব্যাপারে সপ্তাহান্তে আরো বিশদ আকারে জানানো হবে।

সালমানের তুরস্ক সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কারণ, তুর্কি রাষ্ট্রটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির অবসান ঘটাতে আর্থিক সহায়তার জন্য অ-পশ্চিমা অংশীদারদের দিকে ঝুঁকছে।

এর আগে গত এপ্রিলে সৌদি আরব সফর করেন প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান। খাশোগি হত্যাকাণ্ডের পর এটি ছিল তার প্রথম সৌদি সফর। এরদোয়ান পবিত্র নগরী মক্কা সফর করেন। নিজ দেশে ফেরার আগে মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও দেখা করেছিলেন তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –