• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

প্রাথমিকে ১২ বছরে যত শিক্ষক পেলেন নিয়োগ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩  

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত এক যুগে (১২ বছরে) দুই লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপিত হয়।

জাকির হোসেন আরো জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৯-২০২২ মেয়াদে প্রধান শিক্ষক পদে ৫ হাজার ২০৫ জন এবং দুই লাখ ৩৩ হাজার ৩৭৪ জন সহকারী শিক্ষকসহ মোট ‍দুই লাখ ৩৮ হাজার ৫৭৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এসময়ে ২৬ হাজার ৩৫৩টি বেসরকারি ও রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে একটি করে প্রধান শিক্ষক ও চারটি করে সহকারী শিক্ষক হিসেবে সর্বমোট এক লাখ ৩১ হাজার ৭৬৫টি পদ সরকারিকরণ করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –