• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী মারা গেছেন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২২  

মহাকাশ বিজ্ঞানী ও দুর্যোগ পূর্বাভাস বিশেষজ্ঞ ড. এ এম চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডির নিজ বাসভবনে তার মৃত্যু হয়। 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এটুআই (এসপায়ার টু ইনোভেইট)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

১৯৪০ সালে হবিগঞ্জের কায়স্তর গ্রামে জন্মগ্রহণ করেন ড. এ এম চৌধুরী। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত বিষয়ে এমএসসি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে স্পেস সাইন্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ১৯৬৯ সালে স্পেস ফিজিক্স বিষয়ে পিএইচডি অর্জন করেন তিনি।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার বাদ আসর ধানমণ্ডি ১২/এ রোডের তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

ঘূর্ণিঝড়ের ভবিষ্যদ্বাণীতে অবদানের জন্য বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্রের সাবেক এ চেয়ারম্যান ১৯৯৮ সালে ‘স্বাধীনতা পদক’ পান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –