• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

‘সোনামসজিদ দিয়েও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালু হবে’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১  

বাংলাদেশের বাংলাবান্ধা দিয়ে যেমন নেপালের সঙ্গে বাণিজ্য কার্যক্রম চালু আছে, তেমনি রাজশাহী অঞ্চলের জনসাধারণের স্বার্থে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়েও দ্রুত এ ধরনের কার্যক্রম চালু করা হবে। শুধু তাই নয়, রহনপুর রেলবন্দর দিয়ে নেপালে ৫০ হাজার টন সার রপ্তানি হয়েছে। তাই ওই রেলবন্দরটিও পূর্ণাঙ্গরূপে চালুর উদ্যোগ নেওয়া হবে। আর এ জন্য বাংলাদেশকে নিয়ে নেপাল সরকার ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রেখেছে।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র এসব কথা জানান।

তিনি বলেন, তিন দেশের শক্তিশালী ট্রানজিট রুট হিসেবে বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা বন্দরসহ উত্তরাঞ্চলের এসব স্থলবন্দরকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে আমরা অনেকদূর এগোতে পারি। ভারত-নেপাল চলাচলে যেমন কোনো ভিসা লাগে না, তেমনি বাংলাদেশের জনগণও যেন ব্যবসা ও ভ্রমণে সেই সুবিধা পান সে বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিমিটেডের মিলনায়তনে মতবিনিময়ের আগে বন্দর কর্তৃপক্ষ, স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথিকে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে সোনামসজিদ বন্দরের বিপরীতে ভারতের মাহদীপুর স্থলবন্দর পরিদর্শন শেষে রহনপুর রেলবন্দর পরিদর্শন করেন নেপালের রাষ্ট্রদূত। এর আগে রোববার রাতে শহরের একটি হোটেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –