• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

লালমনিরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২৪  

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছা. লতিফা বেগম।

মঙ্গলবার (১৪ মে)  দুপুরে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুর কবির সরকার বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইন্দ্রাণী ভট্টাচার্য মনোনয়নপত্র প্রত্যাহার করায় মোছা: লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে গত রবিবার (১২ মে) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ওইদিন প্রার্থী ইন্দ্রাণী ভট্টাচার্য রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিতভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। গত সোমবার (১৩ মে) প্রতীক বরাদ্দের সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছা: লতিফা বেগম। 

লালমনিরহাট সদর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী সেলিম খানের স্ত্রী মোছা: লতিফা বেগম। তিনি সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করা ইন্দ্রাণী ভট্টাচার্যের সাথে  মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

এবিষয়ে লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোছা. আফরোজা খাতুন বলেন, নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে শুধু একজন থাকায় মোছা. লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –