• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

বঙ্গবন্ধুর স্বপ্নের চিন্তানিবাস হবে ভোলার মনপুরায়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১  

বঙ্গবন্ধুর চিন্তানিবাস কেন্দ্রিক পর্যটন স্থাপনা গড়ে তোলার বিষয়ে প্রাথমিক প্রস্তাবপত্র (ধারণাপত্র) তৈরি করা হয়েছে। মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নির্দেশে এ প্রস্তাবপত্র করা হয়। গত ১৬ জানুয়ারি বাংলাদেশ টুরিজম বোর্ডের সঙ্গে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ চারটি ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা একটি অনলাইন সভায় বঙ্গবন্ধুর স্বপ্নের চিন্তানিবাস কেন্দ্রিক পর্যটন স্থাপনা গড়ে তোলার প্রস্তাব দেন। 

জানা গেছে, ১৯৭০ সালের ১৭ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনপুরায় আসেন। পাখির সুর ও কলকাকলীতে মুখরিত মনপুরার বনাঞ্চল ও নদনদীর নান্দনিক সৌন্দর্যে জাতির জনক বঙ্গবন্ধু মুগ্ধ হয়ে মনপুরা দ্বীপে চিত্তবিনোদন ও অবকাশকালীন সময় কাটানোর জন্য চিন্তানিবাস স্থাপনের পরিকল্পনা করেন বলে জানান স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ নেতারা। 

মনপুরা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুল লতিফ ভূঁইয়া জানান, ১৯৭০ সালে জাতির জনক বঙ্গবন্ধু মনপুরা দ্বীপে এলে এখানকার প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্য দেখে অবকাশকালীন সময় কাটানোর জন্য এ ‘চিন্তানিবাস’ স্থাপনের পরিকল্পনা নেন। এর একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করাও হয়েছিল স্থানীয় রামনেওয়াজ বাজার সংলগ্ন বড় দীঘির কাছে। ওই স্থাপনাটি কয়েক বছর আগে মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেছে। 

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ছারেমুল হক হুমায়ুন বলেন, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের চিন্তানিবাস বাস্তবে রূপ নেয়নি। আমরা বিভিন্ন সভা-সেমিনারে এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা জানান, আশা করি খুব দ্রুত মনপুরায় বঙ্গবন্ধুর স্বপ্নের চিন্তানিবাস স্থাপনে পর্যটন স্থাপনা গড়ে তোলা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –