• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

সৈয়দপুরে ঘরের আড়ায় ঝুলছিল তরুণীর লাশ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪  

 
নীলফামারীর সৈয়দপুরে মোর্শেদা খাতুন (১৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের লক্ষনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মোর্শেদা ঐ এলাকার মোকছেল আলীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি শাহ আলম

জানা যায়, মোর্শেদা সন্ধ্যায় তার শয়নকক্ষে দরজা বন্ধ করে ঘুমাতে যান। পরে স্বজনরা ডাকাডাকি করলে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে তার লাশ ঝুলছে। পরে স্বজনরা থানার খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওসি শাহ আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার মর্গে পাঠানো হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –