• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিলি চেকপোস্টে মাঙ্কিপক্স প্রতিরোধে সতর্ক স্থানীয় স্বাস্থ্য বিভাগ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মে ২০২২  

মাঙ্কিপক্স প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশনের চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছে মেডিকেল টিম।

মঙ্গলবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কান্তি দাস।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে মাঙ্কিপক্সের কোন রোগী এখনো শনাক্ত হয়নি। এর কারণে আমরা কিছুটা স্বস্তিতে রয়েছি। এরপরও স্থবন্দরে বাড়তি সর্তকতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে।

হিলি ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, হাতে মুখে ফস্কা বা অসুস্থ কোনো রোগী পাওয়া গেলে তাদের হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো রোগী পাসপোর্টযাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাওয়া যায়নি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –