• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা রকি হত্যা মামলায় দুই ভাই গ্রেফতার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্পাদক আশিকুর রহমান রকি হত্যার তিনমাস পর মামলার প্রধান আসামি সহোদর ভাই কাঞ্চন ও সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার দিবাগত রাত ১১টার দিকে গাইবান্ধা শহরের ব্রিজরোড এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কাঞ্চন ও সোহাগ শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। কাঞ্চন এই মামলার ১ নম্বর ও সোহাগ ৩ নম্বর এজাহার নামীয় আসামি।

গাইবান্ধা সদর থানার ওসি-তদন্ত আব্দুর রউফ জানান, কাঞ্চন ও সোহাগ শহরের ব্রিজরোড এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের একটি মাইক্রোবাস থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলার এজাহার নামীয় ৪ জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত ১১ জুলাই মায়ের ওষুধ কিনে জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে রাতে শহরের পূর্বপাড়ায় মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয় আশিকুর রহমান রকিকে। পরদিন শহরের পূর্বপাড়ার দাদন ব্যবসায়ী কাঞ্চন, ইমরান, মানিক, সোহাগসহ ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহত রকির ভাই আতিকুর রহমান রোস্তম। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –