• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুর নগরীতে সড়কের পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

রংপুর সিটি করপোরেশনের নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় সড়কের পাশের গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানের সময় নিউ ইঞ্জিনিয়ার পাড়ার ওই রাস্তাটির দু’পাশ দখল করে গড়ে উঠা বাড়িঘর ও দেয়াল ভেঙে দেয়া হয়।

বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল কবির এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম বলেন, নিউ ইঞ্জিনিয়ার পাড়ার সড়কটি সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ করা হবে। কিন্তু দখল হওয়ার কারণে তা সম্ভব হচ্ছিল না। এ কারণেই অভিযান। রংপুর মহানগরীকে মেয়র একটি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চান। তিনি আরো বলেন, সরকারি যেকোনো সম্পদ অবৈধ দখল থাকলে তা উচ্ছেদ করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –