• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

যেভাবে দেখবেন বঙ্গবন্ধু গোল্ডকাপ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট। আগামী ১৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে এবারের আসর। ছয় জাতির এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গেল আসরের চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও বাংলাদেশ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও আরটিভির পর্দায়। তবে এর বাইরে অনলাইন চ্যানেল ও বিভিন্ন অ্যাপসেও এই খেলা দেখতে পারবেন।
 
এবারের আসরে বাংলাদেশ ও ফিলিস্তিন ছাড়াও অংশগ্রহণ করছে শ্রীলংকা, মরিশাস, বুরুন্ডি ও সিসিলিস। অনলাইন চ্যানেল ‘মাই কুজু’-তে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

এছাড়া টুর্নামেন্টের স্বত্বাধিকারি কে-স্পোর্টসের অনলাইনসহ টেলিকমিউনিকেশন (গ্রামীনফোন, বাংলালিংক ও এয়ারটেল) অ্যাপসের মাধ্যমে সম্প্রচার করা হবে এবারের আসরের সব খেলা। বঙ্গবন্ধু গোল্ডকাপের সব খেলার ধারাবিবরণী সম্প্রচার করা হবে বাংলাদেশ বেতারেও।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –