• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

রাত করে ঘুমালে কী ক্ষতি, যা বলে ইসলাম

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২  

প্রশ্ন : আমি প্রতিদিন অনেক রাত করে ঘুমাই। এ বিষয়ে কী বলে ইসলাম?

উত্তর: অনেক রাতে ঘুমানো রাসুল (সা.) এর সুন্নাহ পরিপন্থি কাজ। আল্লাহর বান্দা বিনা প্রয়োজনে কখনো ইচ্ছাকৃতভাবে অনেক রাত জাগবে না। তাই যারা অনেক রাতে ঘুমান তারা সুন্নাহ পরিপন্থি কাজ করে থাকেন। অনেক রাতে ঘুমালে অনেক সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রে রাতের নামাজ তো পড়া হয়ই না আবার ফজরের  সালাতও বেশিরভাগ সময়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

দ্বিতীয়ত, তিনি সকালে যে বরকতের বিষয়টি রয়েছে সেটি থেকে বঞ্চিত হচ্ছেন। এখানে তিনি ইবাদত ও বরকত দুটি থেকেই বঞ্চিত হবেন। এ ছাড়া সকালে দিবসের ফেরেশতারা আগমন করেন, রাতের ফেরেশতারা চলে যান। তখন আপনার রিপোর্ট যাবে, আপনি অলস। এ ছাড়া শয়তান ঘুমন্ত ব্যক্তিদের বেশি ফাঁদে ফেলতে পারবে। এরকম অনেক সমস্যার মুখোমুখি হতে পারেন। এ ছাড়া নানা রকম শারীরিক সমস্যাও হতে পারে। মানসিক যে প্রশান্তি সেটা বেশি রাত জাগলে আসে না।

তাকে সবসময় বিপদগ্রস্থ অবস্থার মতো অবসাদ নিয়ে ঘুম থেকে উঠতে হয়। এই গুলো সরাসরি হাদিস থেকেই বলা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –