• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আত্মগোপন থেকে ফিরলেন এরশাদ

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

নির্বাচন এলেই দরকষাকষিতে চড়াও হন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভাগাভাগিতে কত বেশি আসন বাগিয়ে নেয়া যায় সে দিকেই নজর থাকে তার। আর লাভ-লোকসানের দরজা খোলা রাখেন গোপনে। যা পাওয়া যায় তাতেই শোকরিয়া। তবে চাইতে কম চেয়েও না- এই নীতি অনুসরণ করেন তিনি। শুধু তাই নয়, এবার চাহিদা অনুযায়ী জোটে আসন পেতে বেশখানিকটা বেঁকে বসেছেন এরশাদ। অন্যদিকে মহাজোটও তাকে আসন নির্ধারণ না করে দিয়ে ৩ শ আসনেই প্রতিদ্বন্দ্বীতার ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেছে।

পার্টির একটি সূত্র জানায়, বিশেষ মহলের ইঙ্গিতে ৩ শ আসনে নির্বাচন করবে জাপা। এ ক্ষেত্রে ৩০টি আসনকে পৃথক ধরে সেগুলোয়ে ১৪ দল বা আওয়ামী লীগের কোনো প্রার্থী দেয়া হবে না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পার্টির নীতি নির্ধারণী ফোরামের এক নেতা। তিনি বলেন, সারাদেশে এখানো জাপার আলাদা ভোট ব্যাংক আছে। এমনকি প্রতিটি আসনে ১০ থেকে ১৫ হাজার লাঙ্গলের ভোট রয়েছে। তিনি বলেন, সে ভোট কাজে লাগাতে চায় মহাজোট। তাই নির্ধারিত ৩০ আসন ঠিক রেখে, বাদবাকীগুলোতে ঐক্যফ্রন্টের বিপক্ষে নিতে চায় জাপার ভোট ব্যাংক।

এই পরিকল্পনা ঠিক রেখে দু’দিন আত্মগোপনে থেকে ফের মাঠে এলেন আনপ্রেডিক্টেবল হিরো নির্বাচনে রাজনীতির মাওয়া এরশাদ। পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিতে যোগ দেন পার্লামেন্টারি বোর্ডের সভায়। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ অনুষ্ঠানস্থলে আসার পর দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানের ইমান্যূয়েলস সেন্টারে আসে জাপা চেয়ারম্যান। এরইমধ্যে গণমাধ্যমের জন্য উন্মুক্ত বক্তব্যও রেখেছেন তিনি। তবে দু’দিন কেন আত্মগোপনে ছিলেন এ বিষয়ে কিছুই বলেননি এরশাদ।

২ হাজার ৮৬৫ জন জাপার মনোনয়নপত্র সংগ্রহ করে। তার মধ্যে প্রাথমিক বাছাইয়ে ৭৮০ জন প্রার্থীর স্বাক্ষাত নেয়া হচ্ছে।

সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পার্টির মহাসচিব এবিএম রুহল আমিন হাওলাদার জানান, ৩০০ আসনের প্রার্থী নির্ধারণ করা হবে। তবে দেশের স্বার্থে এরশাদ যে সিদ্ধান্ত নিবেন, তা পার্টির সবাইকে মেনে নিতে হবে। তিনি বলেন, প্রত্যাশা সবার থাকবে। কিন্তু দলের স্বার্থে সবাই এক হয়ে কাজ করবেন।

এতে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা উপস্থিত আছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –