• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে ১০টার পরেও অনেক শিক্ষক বিদ্যালয়ে আসেন না

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা যথাসময়ে উপস্থিত হচ্ছেন না। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকদের দেখা মিলছে না।

সকাল ৯টায় শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হলেও ১০টার পরও অনেক শিক্ষক বিদ্যালয়ে আসেন না। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান।

উপজেলার দক্ষিণ গড্ডিমারী পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৯টাও বিদ্যালয়ের তালা খোলা হয়নি। বিদ্যালয়ের বাইরে কয়েকজন শিক্ষার্থী বই নিয়ে অপেক্ষা করছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলার রহমান বলেন, এখানে আমিসহ চারজন শিক্ষক। এর মধ্যে আমি ৯টা ৪০ এ এসেছি। দুইজন সহকারী শিক্ষিক এসেছেন ৯টা ৩৫ এ। কিন্তু শিক্ষক আনছার আলী ১০টা পর্যন্তও আসেননি।

একই চিত্র দেখা যায় পার্শ্ববর্তী উত্তর সিঙ্গিমারী প্রাথমিক বিদ্যালয়ে। পাঁচ শিক্ষকের মধ্যে কেউ ১০টার আগে আসেননি। এমনকি ওই বিদ্যালয়ের দফতরি রফিকুল ইসলামও উপস্থিত হননি। শিক্ষার্থীরা নিজেরাই শ্রেণিকক্ষের তালা খুলছে।

এ বিদ্যালয়ে সকাল ৯টা ৫০ এ আসেন সহকারী শিক্ষক মোহসেনা আক্তার। ১০টা ৯ এ আশরাফুজ্জামান ও ১০টা ১৪ এ মোরশেদা আক্তার আসেন। কিন্তু প্রধান শিক্ষক মাহফুজা বেগমের দেখা মেলেনি। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও মাহফুজা বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তারা সকাল ৯টায় এলেও শিক্ষকরা ১০টার পরে আসেন। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া বলেন, সকাল ৯টার মধ্যেই শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। কেউ যদি যথাসময়ে উপস্থিত না হন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইউএনও সামিউল আমিন বলেন, যথাসময়ে যেসব শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা কর্মকর্তাকে নিদের্শ দেয়া হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –