• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

হাতীবান্ধায় অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২৪  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অদ্ভুত আকৃতির এক ছেলে শিশুর জন্ম হয়েছে। সোমবার রাতে হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নাসিং হোমে শিশুটির জন্ম হয়। এই নবজাতক ঐ উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও শাপলা খাতুন দম্পতির সন্তান।
ক্লিনিক সূত্রে জানা গেছে, শাপলা খাতুনের প্রসব বেদনা উঠলে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে মাঝরাতে অদ্ভুত আকৃতির এ ছেলে শিশুর জন্ম নিলে মুহূর্তে মধ্যে তা এলাকায় ছড়িয়ে পড়ে। বর্তমানে শিশুটি বাবা-মায়ের কাছে রয়েছে। এলাকার মানুষ শিশুটিকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন।

ঐ গ্রামের সফিকুল ইসলাম বলেন, এমন শিশু আমি আগে কখনও দেখিনি। কী কারণে এমন শিশুর জন্ম হলো আল্লাহ ভালো জানেন।

জানা গেছে, নবজাতকের মাথার ওপরের অংশ পুরোপুরি গঠিত নয়। চেহারায় বয়স্ক মানুষের ছাপ ও চোখ দুটো বড় বড়। মাথা অনেক বড় এবং গোটা শরীর বাঁকা হয়ে গেছে। এ ছাড়া তার শরীরের পুরো অংশ স্বাভাবিক। শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে।

হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নাসিং হোমের চিকিৎসক ডা. রাজিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অসচেতনতার কারণে এমন বাচ্চার জন্ম হতে পারে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –