• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

পরিচয় মিলল ভুট্টাক্ষেতে পাওয়া সেই দেহের, খোঁজ নেই মাথার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুট্টাক্ষেত থেকে উদ্ধারকৃত মস্তকবিহীন মরদেহটির পরিচয় মিলছে। মরদেহটি হাতীবান্ধা উপজেলার সিংমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুস সাত্তার ছেলে মানিকুল ইসলামের। তবে তার শরীর আলাদা হওয়া মাথার খোঁজ পায়নি পুলিশ।

শুক্রবার রাতে তার পোশাক দেখে পরিচয় শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এর আগে, শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের একটি ভুট্টাক্ষেতে মরদেহটি পাওয়া যায়।

পুলিশ জানায়, ছয় দিন নিখোঁজ ছিলেন মানিকুল। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসার পর নিখোঁজ মানিকুলের খোঁজ করতে থানায় আসে তার পরিবার। পরে তার পোশাক দেখে তারা পরিচয় নিশ্চিত হয়।

ফকিরপাড়া ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, মরদেহটির মাথাটি আশেপাশে কোথাও পাওয়া যায়নি। মরদেহটির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। 

সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ফকিড়পাড়া ইউনিয়ন থেকে উদ্ধার করা গলা কাটা মরদেহটি সিংগীমারী ইউনিয়নের বাসিন্দা আব্দুর সাত্তারের ছেলে বলে পরিবারের লোকজন দাবি করেছে।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রথমে পরিচয় না পাওয়া গেলেও পরে তার পরিচয় মিলেছে। তবে মরদেহটির মাথার খোঁজ মেলেনি। এছাড়া এ ঘটনায় জড়িতদের ধরতে অনুসন্ধানে নেমেছে পুলিশ। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –