• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

পাটগ্রাম ইউনিয়নের আওতাভুক্ত সুবিধাভোগীদের সাথে মতবিনিময়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

 
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে পাটগ্রাম ইউনিয়নের আওতাভুক্ত সকল সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ দুপুরে মোঃ মকলেছুর রহমান (চেয়ারম্যান পাটগ্রাম ইউনিয়ন পরিষদ) এর সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেনঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন এমপি (মাননীয় সংসদ সদস্য লালমনিরহাট-০১ ও সভাপতি জেলা আওয়ামীলীগ), মোঃ রুহুল আমীন বাবুল (চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগ), বাবু পূর্ণ চন্দ্র রায়, (সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা), মোঃ রাশেদুল ইসলাম সুইট (মেয়র, পাটগ্রাম পৌরসভা), মোঃ মোফাজ্জল হোসেন লিপু (ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ) সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার আপনাদের সকল ধরনের সুবিধা দিয়েছে। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –