• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

বুড়িমারী স্থলবন্দরে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩  

 
হিন্দু ধর্মালম্বীদের কালীপূজা বা শ্যামাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে দুইদিন বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রী পারাপার। 

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ।

জানা গেছে, রোববার ও পরদিন সোমবার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারকরা সব প্রকার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখবেন। এতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। 

বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকির (পুলিশ ইমিগ্রেশন) উপ-পরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, কালীপূজায় স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, কালীপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রফতানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –