• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩  

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলমানদের উপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বিকেলে সাব রেজিস্ট্রি অফিসের সামনে উপজেলার সাব রেজিস্ট্রি দলিল লেখক সমিতির উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। 

এর আগে বিক্ষোভ মিছিলটি উপজেলা সাব রেজিস্ট্রি অফিস কার্যালয় হতে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এসময় উপস্থিত ছিলেনঃ মোহাম্মদ আবুল কাশেম (সাধারণ সম্পাদক হাতীবান্ধা উপজেলা সাব রেজিস্ট্রি দলিল লেখক সমিতি), মোঃ আব্দুল হক (সদস্য উপজেলা সাব-রেজিস্ট্রি দলিল লেখক সমিতি), মোহাম্মদ ফেরদৌস হোসেন (সদস্য উপজেলা সাব রেজিস্ট্রি দলিল লেখক সমিতি) প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল বর্বোরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়া এবং ইসরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –