• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

অবশেষে মায়ের কোলে ফিরল মিম

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

টানা তিনদিন লালমনিরহাট সদর থানা পুলিশের হেফাজতে থাকার পর শিশু সাদিয়া আক্তার মিম (৯) ফিরে গেল তার বাবা-মায়ের কোলে। রবিবার রাত ১০টায় শিশু মিমকে তার মা সখিরোন বেগম সখীর কাছে তুলে দেন সদর থানা পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাট শহরের শাজাহান কলোনি থেকে স্থানীয়রা শিশু সাদিয়া আক্তার মিমকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। শিশু সাদিয়া আক্তার মিম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বাগদি বাজার এলাকার সবুজ ও সখী দস্পত্তির মেয়ে।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের শাজাহান কলোনি থেকে সাদিয়া আক্তার মিমকে উদ্ধার করে স্থানীয়রা থানায় নিয়ে আসে। এসময় মিম তার নাম ও বাবা মায়ের নাম এবং ঠিকানা ঢাকা, উত্তরা ও আব্দল্লাপুর বলতে পারলেও এর বাইরে কিছুই বলতে পারছিল না। এরপর মিমকে থানা হেফাজতে রেখে তার পরিচয় নিশ্চিত করতে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়। তার পরিচয় শনাক্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে গত শনিবার (১৭ নভেম্বর) একটি সংবাদ প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে স্থানীয়রা শিশুটিকে চিনতে পেরে তার মাকে খবর দিলে তিনি লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করেন।
রবিবার রাতে শিশু মিমের মা সখিরোন বেগম সখী স্থানীয় ইউপি সদস্যসহ সদর থানায় উপস্থিত হলে মিমকে তার হাতে তুলে দেওয়া হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
মিমকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, সদর উপজেলা সমাজসেবা অফিসার নুর ই জান্নাত ইমন।
উল্লেখ্য, সাদিয়ার বাবা ২য় বিয়ে করে ঢাকায় থাকেন। সেই সুবাদে তিনি তার মেয়ে সাদিয়া ও সখীর কোন খোঁজখবর রাখেন না। অভাব অনটনের সংসারে সাদিয়া তার মায়ের কিাছেও অবহেলিত ছিল। যথাযথ আদর-যতœ না পাওয়ায় এবং বঞ্চনার স্বীকার হওয়ায় ইতোপূর্বেও সাদিয়া কয়েকবার বাড়ি থেকে পালিয়েছিল। গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সাদিয়া তার মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আসে। 

 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –