• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

হাতীবান্ধার বাজারে এই প্রথম ৪১ কেজির বাঘাইড়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২১  

লালমনিরহাটের হাতীবান্ধায় ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে ৪১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। এ উপজেলায় এই প্রথম এত বড় মাছ এসেছে, তাই দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

রোববার বিকেলে উপজেলা পরিষদ গেটে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন আল-আমিন নামে এক মাছ বিক্রেতা। ৩৩ হাজার টাকা দাম হাঁকেন তিনি। পরে স্থানীয় এক স্কুলশিক্ষকসহ কয়েকজন মিলে ৩২ হাজারে কিনে নেন বিশালাকৃতির বাঘাইড় মাছটি।

এর আগে, শনিবার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে ছোবেদ আলী নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় আমের আলী বলেন, বাঘাইড় মাছটি এক নজর দেখতে এসেছি। এত বড় মাছ আগে কোনোদিন দেখিনি।

হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তালেব জানান, হাতীবান্ধার বাজারে এই প্রথম এত বড় মাছ উঠেছে। মাছটি পেয়ে আমরা খুবই খুশি। ৩২ হাজার টাকায় কয়েকজন মিলে কিনে নিয়েছি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –