• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০  

লালমনিরহাটের হাতীবান্ধায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিশকাত হোসেন(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সিঙ্গিমারী গ্রামের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মিশকাত ওই এলাকার সোলায়মান গনির পূত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির উঠানে প্রতিবেশী কয়েকজন সহপাঠীর সাথে খেলাধুলা করছিল মিশকাত। ওই সময় পাশের একটি পুকুরে শিশুটি পড়ে যায়। ওই সময় সহপাঠীদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –