• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে ভূমি গবেষণা জাদুঘর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০  

লালমনিরহাটের পাটগ্রামে বৃটিশ আমলে নির্মিত কাচারী ঘরে গড়ে তোলা হয়েছে ভূমি গবেষণা জাদুঘর। এতে প্রাচীনকালের জমির পরিমাপ, খাজনা আদায়, জমি বর্গাসহ নানা বিষয়ে তথ্য তুলে ধরা হয়েছে। সেই সাথে তৎকালীন রাজা-মহারাজাদের ব্যবহৃত সিন্দুক, অস্ত্রসহ বিভিন্ন জিনিস রাখা হচ্ছে প্রদর্শনের জন্য। কিছুদিন আগেও এটি পাটগ্রাম উপজেলার পৌর ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হতো।

১৯৬২ সালে জমিদারী প্রথা ও প্রজাস্বত্ব আইন বিলুপ্ত হওয়ার পর থেকে লালমনিরহাটের পাটগ্রামের এই কাচারী বাড়িটি ব্যবহার শুরু হয় উপজেলা ভূমি অফিস হিসেবে। চলতি বছরের মাঝামাঝি এই ভবনটিতে গড়ে তোলা হয় ভূমি গবেষণা জাদুঘর। এতে বিভিন্ন সময় রাজাদের ব্যবহৃত জিনিসপত্র স্থান পেয়েছে।

এছাড়া  ব্রিটিশ শাসন আমলের জমির পরিমাপ, খাজনা আদায়, জমি বর্গাসহ বিভিন্ন জিনিস ঠাঁই পেয়েছে এই ছোট্ট জাদুঘরে। ভূমি গবেষণা জাদুঘরের এসব উপকরণ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।

এবিষয়ে পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মা বলেন, সেই রাজার আমল থেকে ভবনটি ব্যবহৃত হতো খাজনা আদায়ে। ভবনটি প্রায় তিন শ বছরের পুরনো। ভূমি ব্যবস্থপনা যে ১ হাজার বছরের ইতিহাস ও  ঐতিহ্যকে ধারণ করার জন্য জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। ওই ইতিহাসের স্বাক্ষী হিসেবে প্রাচীন ভূমিসংক্রান্ত বিভিন্ন উপকরণ সংরক্ষণ করি। এর মাধ্যমে প্রাচীনকালের জমিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে পারবে নতুন প্রজন্ম।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –