• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

করোনাভাইরাসের প্রভাব পড়েছে ভারতেও

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

চীনে মহামারি রূপ ধারণ করা করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বের অন্যান্য দেশেও। এরই প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ভারতেও। ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালায় তিন জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমণ পাওয়ার পর এবার চীন থেকে ফেরা পাঁচ জনের মধ্যেও এর উপসর্গ দেখা গেছে। এ ঘটনায় একে রাজ্য বিপর্যয় হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার এই পাঁচজনকেই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চীনের উহান থেকে ফিরিয়ে আনা হয়। প্রথমে কোনও উপসর্গ না থাকলেও পরে সর্দি-কাশি-জ্বর দেখা দেয় এই পাঁচজনের। কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই এদের দিল্লির সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। পাঁচজনের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজনের রিপোর্ট নেগেটিভ আসলেও বাকি চারজনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এদিকে করোনাভাইরাসের আতঙ্কে রাজ্যজুড়ে বিপর্যয় ঘোষণা করায় এর মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশি আর্থিক সাহায্য পাবে কেরালা।

চীনে করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে অন্তত ২০ হাজারেরও বেশি মানুষ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –