• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা নামিবিয়ার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২৪  

আগামী জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টকে ঘিরে ব্যস্ত রয়েছে দলগুলো। এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দল।

এবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নামিবিয়া। আসন্ন এই বিশ্বকাপকে দলটির নেতৃত্ব পেয়েছেন অলরাউন্ডার গেরহার্ড এরাসমাস। এছাড়া চমক হিসেবে দলে সুযোগ পেয়েছেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা পেসার জ্যাক ব্রাসেল।

স্কোয়াডে বড় চমক নিকোল লফটি-ইটন। গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টি-২০তে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন ২৩ বছর বয়সী এ ব্যাটিং অলরাউন্ডার। নেপালের বিপক্ষে ম্যাচটিতে মাত্র ৩৩ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। 
  
বিশ্বকাপে নামিবিয়া খেলবে গ্রুপ ‘বি’তে। আগামী ৩ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা। গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
  
নামিবিয়া বিশ্বকাপ স্কোয়াড: গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, মাইকেল ভ্যান লিংজেন, ডিলান লেইচার, রুবেন ট্রাম্পেলম্যান, জ্যাক ব্রাসেল, বেন শিকঙ্গো, টাঙ্গেনি লুঙ্গামেনি, নিকো ডেভিন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিংক, জেপি কোটজে, ডেভিড উইজা, বার্নার্ড স্কোল্টজ, মালান ক্রুগার ও পিডি ব্লিগনাট।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –