• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

বেরোবিতে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮ টায়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমিটির এক আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমিটির সদস্য, সিনিয়র ইমাম কাম-খতিব হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও হল ও ডরমিটরিগুলোতে কিছু শিক্ষার্থীসহ শিক্ষকরা অবস্থান করছেন। তাদের সুবিধার্থে আমরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেই ঈদের জামায়াত করার সিদ্ধান্ত নিয়েছি। সবার সুবিধার্থে এই নামাজের সময় সকাল ৮টায় নির্ধারণ করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –