• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

করোনার কারণে এবারও বসছে না বিরামপুরের ভৈরব রাজার মেলা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

বৈশ্বিক মহামারি করোনার কারণে বিরামপুরে এবারও বসছে না ঐতিহ্যবাহী ভৈরব রাজার মেলা। তবে মেলা অঙ্গনের প্রাচীন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অনুষ্ঠিত হবে।

প্রাচীন এ মন্দিরের উপদেষ্টা শিবেশ কুমার কুণ্ডু জানান, তত্কালীন স্থানীয় রাজা ভৈরব চন্দ্র প্রজাদের কাছ থেকে বার্ষিক খাজনা আদায় ও পূজা অর্চনার জন্য বাংলা ১১১১ সন থেকে চৈত্র মাসের শেষ দিনে বর্তমান বিরামপুর পৌর এলাকার মির্জাপুরে মেলার সূচনা করেন। সেই থেকে প্রতি বছর বিশাল আয়োজনে মেলাটি বসলেও মহামারি করোনার কারণে গত বছর মেলা বন্ধ ছিল এবং এ বছরও মেলা বসছে না।

মন্দির কমিটির বর্তমান সভাপতি দিলীপ কুমার কুণ্ডু জানান, মেলার আয়োজন না হলেও প্রাচীন মন্দিরে চৈত্র সংক্রান্তির দিনে পূজা অনুষ্ঠিত হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –