• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

রংপুর বিভাগের আট জেলায় নিয়োগ পেলেন ৬২০ চিকিৎসক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

রংপুর বিভাগের আট জেলায় ৬২০ জন চিকিৎসককে মেডিকেল অফিসার পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এসব চিকিৎসককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপ-স্বাস্থ্যকেন্দ্র ও অবকাঠামোবিহীন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেয়া হয়। এরইমধ্যে তারা যোগদান করেছেন বলে নিশ্চিত করেছে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ৩৯তম বিসিএস-এ উত্তীর্ণদের সারাদেশের মতো রংপুর বিভাগেও নিয়োগ দেয়া হয়। তারা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মেডিকেল অফিসার পদে যোগদান করেছেন। তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে কমপক্ষে দুই বছর পর্যন্ত থাকতে হবে। এরপর তারা পদোন্নতি পেয়ে বদলি হতে পারবেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (স্বাস্থ্য) ডা. মোস্তফা খালেদ আহম্মেদ জানান, রংপুর বিভাগে মেডিকেল অফিসার পদে ৭০৭টি পদ শূন্য ছিল। এর বিপরীতে ৬২০টি পদে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে রংপুরে ১০৮টি শূন্য পদের বিপরীতে সবগুলোতে নিয়োগ হয়েছে। লালমনিরহাটে নিয়োগ পেয়েছেন ৪৯ জন, গাইবান্ধায় ৮৪ জন, কুড়িগ্রামে ৭২ জন, দিনাজপুরে ১১৬ জন, নীলফামারীতে ৭৩ জন, ঠাকুরগাঁওয়ে ৬১ জন ও পঞ্চগড়ে ৫৭ জন।

তিনি আরো জানান, স্ব স্ব জেলার সিভিল সার্জন অবকাঠামোবিহীন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যোগদানের পরিবর্তে তারা জেলা হাসপাতালে যোগদান করবেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –