• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন লালমনিরহাটের তিন বীর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন মুজিবনগর সরকারের ৩২ কর্মচারী। তাদের মধ্যে রয়েছেন লালমনিরহাটের তিন জন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৫ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট প্রকাশিত হয়েছে।

লালম‌নিরহা‌টের নতুন স্বীকৃতি পাওয়া তিন জন হলেন- পাটগ্রাম উপ‌জেলার রফিকুল ইসলাম বসুনীয়া ও কাজী ফায়জুল বারী এবং হাতীবান্ধা উপ‌জেলার মো. আব্দুল জলিল প্রামাণিক।
ওই ৩২ জনকে নিয়ে মুজিবনগর সরকারের ৬৭০ জন কর্মচারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন।

১৯৭১ সালের ১০ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়।

লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন  জানান, মুজিবনগর সরকারের ওই তিন কর্মচারীকে যোগ্য সম্মান দিয়ে বর্তমান সরকার তাদের স্বীকৃতি প্রদান করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –