• সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

অব্যবহৃত অ্যাপ ফোন থেকে মুছে দেবে গুগল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩  

আমাদের স্মার্টফোনে অসংখ্য অ্যাপ ইনস্টল করা থাকে। অথচ পাঁচ/সাতটা অ্যাপ ছাড়া বাকিগুলো বছর-ছয়মাসেও কাজে আসে না। এসব অ্যাপ ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ফোনের অব্যবহৃত অ্যাপ অটো মুছে দেওয়ার ফিচার এনেছে গুগল।

গুগলের নতুন এই ফিচারের মাধ্যমে অটো আপনার ফোনের পুরোনো ও অপ্রয়োজনীয় অ্যাপ মুছে দেবে গুগল। ফিচারের নাম দেওয়া হয়েছে ‘অটো-আর্কাইভ ফিচার’। অর্থাৎ ফোনে আর স্টোরেজ নিয়ে কোনো সমস্যা হবে না। এই ফিচারটির সাহায্যে স্টোরেজ ভর্তি হয়ে গেলেও নতুন অ্যাপ ডাউনলোড করা যাবে।

অটো-আর্কাইভ ফিচারের সাহায্যে, ডিভাইসে জায়গা খালি করতে আপনাকে কোনো অ্যাপ মুছতে হবে না। এই ফিচারটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে গুগল নিজে থেকেই কম গুরুত্বপূর্ণ অ্যাপটি সরিয়ে ফেলবে ফোন থেকে। অ্যাপটি সরানো হলে জায়গা খালি হবে।

মূলত গুগল দীর্ঘদিন ধরে ব্যবহার করেন না এমন অ্যাপ আপনার ফোন থেকে ডিলিট করে দেবে। তবে অ্যাপটি ডিলিট করে দিলেও সেই অ্যাপের সব ডেটা আপনার ফোনে সুরক্ষিত থাকবে। তবে আপনি যদি সেই অ্যাপটি আবার ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে পুনরায় ডাউনলোড করতে হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –