• সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে ই-পিএমআইএস গুরুত্বপূর্ণ পদক্ষেপ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩  

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ই-পিএমআইএস) স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সোমবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি মিলনায়তনেই-পিএমআইএস সফটওয়্যার ডেভলপমেন্ট বিষয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত কর্মশালায় বক্তারা একথা বলেন।

আইএমইডির সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডাইম্যাপ) আওতায় কর্মশালার আয়োজন করে।

বিশ্বব্যাংক ডাইম্যাপ প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছে। ডাইম্যাপের আওতায় ই-পিএমআইএস ব্যবস্থা চালু করেছে সিপিটিইউ। এর মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন করতে পারবে আইএমইডি। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইএমইডির অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. গাজী মো. সাইফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিটিইউর মহাপরিচালক মো: শোহেলের রহমান চৌধুরী। সিপিটিইউর পরিচালক মো. আকনুর রহমান ই-পিএমআইএস সফটওয়্যারের উপরে একটি উপস্থাপনা পেশ করেন। 

এতে ই-পিএমআইএসের উদ্দেশ্য, সুবিধা, মডিউল, মোবাইল অ্যাপ, অন্য সিস্টেমের সঙ্গে সমন্বয়, ব্যবহারকারীদের ভূমিকা ও দায়িত্ব ইত্যাদি নানাদিক তুলে ধরা হয়। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে ই-পিএমআইএস বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে জানান মো. আকনুর রহমান। 

ই-পিএমআইএসের উদ্দেশ্য হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পগুলিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। বর্তমান সংশোধিত এডিপির অধীনে ১৬২৭টি প্রকল্প রয়েছে। প্রকল্প বাস্তবায়নে কাজের দক্ষতা বৃদ্ধি, অপচয় ও অনিয়ম রোধ, একাধিক ডাটা পয়েন্টের সঙ্গে সম্পর্কযুক্ত করার ক্ষেত্রে এবং প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও ভৌত অগ্রগতি ব্যবস্থাপনায় সহায়তা করবে ই-পিএমআইএস।

কর্মশালায় আইএমইডির আটটি সেক্টরের মহাপরিচালক, পরিকল্পনা কমিশন, সিপিটিইউ, পরিকল্পনা বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –