• সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

গুগল সার্চে যোগ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩  

সার্চ ইঞ্জিনে এআই চ্যাটবটের মতো প্রযুক্তি শিগগিরই যোগ করবে গুগল। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই।

এই এআই-এর মাধ্যমে গুগল সার্চকে আরও সক্ষম করে তোলা হবে। এর আগেই নতুন এআই হিসাবে ‘গুগল বার্ড’-এর লঞ্চ করেছিল গুগল। তবে সেটির প্রাথমিক পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি।

এর আগে মার্চে গুগল তাদের সার্চ ইঞ্জিনে এআই যোগ করার পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিল। তবে সেটা কবে নাগাদ, তা জানায়নি তারা।

ইতিমধ্যেই বিং তাদের সার্চ ইঞ্জিনে এই জাতীয় এআই চ্যাটবট যুক্ত করেছে। এছাড়াও ওপেনএআই-এর মাধ্যমে নতুন করে বাজার দখল করতে চাইছে মাইক্রোসফট।

সূত্রের খবর, বিং-এর এই অগ্রগতিতেই চিন্তায় মাইক্রোসফট। সেই কারণেই তাড়াহুড়ো করে গুগলেও তাদের সার্চ ইঞ্জিনিয়ে এআই চ্যাটবট যোগ করতে চাইছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –