• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে অবসরপ্রাপ্ত কর্মচারীর বাড়ি থেকে সরকারি গাছ উদ্ধার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯  

সরকারি গাছ উদ্ধার পাওয়া গেল অবসরপ্রাপ্ত কর্মচারীর বাড়িতে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউপির চাকলারহাট বাজারে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মচারী আজহার আলীর বাড়িতে সমাজসেবা অফিসের পুরাতন হল রুম ভবনের সামনের কাঁঠাল গাছটি কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে স্থানীয় কবির মোল্লা, আহসান উল্লাহ, ও মমিন মিয়া বলেন, আমরা এলাকার লোকজন প্রায় ৩৫-৪০ বছর থেকে এই গাছের কাঁঠাল খেয়ে আসছি। হঠাৎ একদিন দেখি এক সময়ের সমাজসেবা অফিসে চাকরি করা মোজাহার আলী সেই কাঁঠাল গাছটি কাটছে। আমরা তার কাছে জানতে চাইলে তিনি বলেন অফিসের অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে। পরে জেলা সমাজসেবা অফিসে ফোন দিলে তড়িঘড়ি করে রাতের অন্ধকারে গাছটির অধিকাংশ অংশ সরিয়ে ফেলে এবং গাছের একটি অংশ ও ডালপালা রেখে দেয়।

অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মচারী মোজাহার আলী জানান, বসের বাসায় কিছু আসবাবপত্র তৈরি করবেন বলে আমাকে গাছটি কাটতে বলে। তাদের কথা মতোই আমি গাছ কেটেছি।

লালমনিরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ রায় জানান, গাছ কাটার বিষয়টি জানার পর তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন। গাছটি কি অবস্থায় আছে কোথায় আছে তার জানা নেই।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –