• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আদিতমারীতে প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

 
লালমনিরহাটের আদিতমারীতে সরকারি চাকরিসহ বিভিন্ন এনজিওর নামে সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগে নাসিমা আক্তার সপ্না বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১১.৩০টায় উপজেলার মোছা: শিরিন আক্তারের নেতৃত্বে ভুক্তভোগী পরিবারের স্বজনদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, প্রতারক পূর্বে জাগো নারী প্রগতি সংস্থা নামে আদিতমারীতে একটি এনজিও তে কাজ করতেন। সেখানে কাজ করা অবস্থায় মহিলা সদস্যদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। করোনার সময় এনজিও'র কার্যক্রম বন্ধ হয়ে গেলে চাকুরী না থাকায় সে প্রতারণার আশ্রয় গ্রহণ করে। সে এলাকায় ২৮০-৩০০ জন মহিলাদের আর্থিক সুযোগ সুবিধার কথা বলে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে নগদ টাকা হাতিয়ে নেন। আর্থিক সহায়তা না দেয়ায় ভুক্তভোগীরা তাদের অর্থ ফেরত চাইলে সে তাদের ভয়ভীতি প্রদর্শন করত। 

এ সময় ভুক্তভোগীরা তাদের অর্থ ফেরত দিতে প্রশাসনের সাহায্য কামনা করেন এবং  আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –